#DXN-#Spirulina-#TABLET
খাদ্যের রানী বলা হয় স্পিরুলিনা কে।
১০০০ কেজি শাকসবজি ও ফলমূল = ১ কেজি স্পিরুলিনা তে সমান ক্যালরি।
DXN স্পিরুলিনা হলো পৃথিবীর সর্বপ্রথম সালোকসংশ্লেষী উদ্ভিদ, যার বয়স ৩বিলিয়ন বছরের কাছাকাছি। এটি নীলাভ সবুজ রঙের প্যাচানো শৈবাল এবং উচ্চমাত্রায় ক্ষারীয়। পৃথিবীতে সকল জলজ উদ্ভিদের মধ্যে এটি হচ্ছে সব চাইতে সুষম এবং সম্পূর্ণ পুষ্টিগুনের উৎস। স্পিরুলিনা পুষ্টিকর প্রাকৃতিক খাদ্যের মধ্যে অন্যতম। এর কারন হলো যে কোন উদ্ভিজ্জ খাবার শস্য বা লতাগুলো যে পরিমাণ পুষ্টি গুন দরকার তার সব গুলো স্পিরুলিনা রয়েছে।এটি সর্বোচ্চ প্রোটিন খাবার যার মধ্যে আছে ৬০%হজম হয় এমন উদ্ভিদ প্রোটিন। এ ছাড়া ও রয়েছে উচ্চমানের বিটা ক্যারোটিন ভিটামিন বি ১২,লোহ প্রয়োজনীয় উপাদান এবং দুষ্প্রাপ্য প্রয়োজন ফ্যাটি এসিড। এসব উপাদান স্পিরুলিনা কে এক সম্পূরক খাদ্যে পরিনত করেছে যা কি না বিভিন্ন ভিটামিন বা খনিজের কার্যকর বিকল্প হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগ স্পিরুলিনা কে উউৎকৃষ্ট মানের খাবার হিসাবে অনুমোদন দিয়েছে।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
এটি নিয়মিত খেলে ত্বক সতেজ ও ইয়ং রাখতে সহায়তা করে। এটি চোখের জন্য খুব উপকারী।
Comments
Post a Comment